প্রকাশিত: Mon, May 6, 2024 11:59 AM
আপডেট: Fri, Jul 11, 2025 10:40 PM

[১]হাওরে ৯৭ ভাগ ধান কাটা শেষ

আনিস তপন: [২] রোববার কৃষি মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। 

[২] তথ্য বিবরণীতে বলা হয়েছে, এ বছর হাওরের ৭টি জেলা-সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং ব্রাক্ষ¥ণবাড়িয়ায় শুধু হাওরে চার লাখ ৫৩ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত চার লাখ ৩৮ হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে। তাছাড়া সারা দেশে এখন পর্যন্ত শতকরা ৩৩ ভাগ বোরো ধান কাটা হয়েছে। 

[৩] হাওরের ফসলকে ঝুঁকিমুক্ত করতে বর্তমান সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন কাজ করছে। পাকা ধান যাতে দ্রুত কৃষকের ঘরে তোলা যায়, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান কৃষিবান্ধব সরকার শতকরা ৭০ ভাগ ভর্তুকিতে হাওরের কৃষকদেরকে ধান কাটতে কম্বাইন হারভেস্টার ও রিপার প্রদান করে যাচ্ছে।

[৪] কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাওরভুক্ত ০৭টি জেলায় এবার ৪ হাজার ৪০০টির বেশি কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা চলেছে। এর মধ্যে এবছরই নতুন ১০০টি কম্বাইন হারভেস্টার বরাদ্দ প্রদান করা হয়েছে। দেশের অন্য এলাকা থেকেও হাওরের বোরো ধান কাটার জন্য কম্বাইন হারভেস্টার নিয়ে আসা হয়েছে। এর ফলে দ্রুততার সাথে ধান কাটা সম্ভব হয়েছে। 

[৫] এ বছর সারাদেশে ৫০ লাখ ৫৮ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২০ হাজার হেক্টর বেশি। এবার বোরোতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা হলো ২ কোটি ২২ লাখ টন।

[৬] সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে বোরো ধান কর্তন উৎসবে কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ বলেছেন, দেশের সারা বছরের মোট চাল উৎপাদনের অর্ধেকের বেশি যোগান দেয় বোরো ধান। সেজন্য এ বছরও বোরোর আবাদ ও ফলন বাড়াতে সরকার অনেক গুরুত্ব দিয়েছে। বোরোর আবাদ বাড়াতে ২১৫ কোটি টাকার বীজ, সার প্রভৃতি কৃষকদেরকে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সফলভাবে সব ধান ঘরে তুলতে পারলে দেশে খাদ্য নিয়ে তেমন কোনও ঝুঁকি থাকবে না।সম্পাদনা: সমর চক্রবর্র্র্র্র্র্র্র্র্র্তী